নুন থেকে সফটওয়্যার বানানো টাটা কোম্পানী তাদের উৎপাদিত দ্রব্যগুলি অনলাইনে বিক্রি করবার জন্য ই-মল তৈরি করবার চেষ্টা করছে৷আগামী দুই মাসের মধ্যে তারা এই ই-মল করবে৷ অনলাইনের মাধ্যমে অনায়াসে বিক্রি করা যাবে৷ এর উদ্দেশ্য হল, "যারা নিজেদের প্রয়োজনীয় সামগ্রী কেনবার জন্য সময় দিতে পারেন না৷ তাদের ঘরে বসে কেনার অনুভব করানোই হল একমাত্র লক্ষ্য৷ অনলাইনে কিনলে গ্রাহকরা লাভবান হবেন কেননা ই-মার্কেটিং ব্যবসায় গ্রাহকদের ছাড় দেওয়া হয়৷"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন