@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

অনলাইনে কেনা যাবে টাটার নুন থেকে সফটওয়্যার

নুন থেকে সফটওয়্যার বানানো টাটা কোম্পানী তাদের উৎপাদিত দ্রব্যগুলি অনলাইনে বিক্রি করবার জন্য ই-মল তৈরি করবার চেষ্টা করছে৷আগামী দুই মাসের মধ্যে তারা এই ই-মল করবে৷ অনলাইনের মাধ্যমে অনায়াসে বিক্রি করা যাবে৷ এর উদ্দেশ্য হল, "যারা নিজেদের প্রয়োজনীয় সামগ্রী কেনবার জন্য সময় দিতে পারেন না৷ তাদের ঘরে বসে কেনার অনুভব করানোই হল একমাত্র লক্ষ্য৷ অনলাইনে কিনলে গ্রাহকরা লাভবান হবেন কেননা ই-মার্কেটিং ব্যবসায় গ্রাহকদের ছাড় দেওয়া হয়৷"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন