@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

প্রতি মাসে 500/-টাকা করে Revenue Support

আজ হটাৎ এক VLE মেল করে একটা SCREEN SHORT পাঠালো। সেই আনুযায়ি সার্চ করে দেখি এটা ছিল মধ্যপ্রদেশ সরকারের CSC Portal.জানিনা আমাদের পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের CSC Portal. আছে কিনা ?VLE যে বিষয়টা দৃষ্টি আকর্ষন করে তাতে দেখলাম মধ্যপ্রদেশে VLEরা Revenue Support পাচ্ছে। প্রতিটি CSC জন্য প্রতি মাসে VLE রা 500/- টাকা করে একটি রাজস্ব সমর্থন পাচ্ছেন।শুধুমাত্র Chambal -এর জন্য রাজস্ব সমর্থন প্রতিষ্ঠিত করা হয় 677/ টাকা।এই রাজস্ব সমর্থনটি নিজ নিজ Service Center Agencies (SCA) এর মাধ্যমে দেওয়া হবে। মধ্যপ্রদেশে SCA গুলি হল:-

1) Chambal, Rewa and Sagar ডিভিশনের SCA হল AISECT এবং CSC সংখ্যা হল 2916টি ।

2) Indore and Ujjain ডিভিশনের SCA হল NICT এবং CSC সংখ্যা হল 2158টি ।

3) Hoshangabad ডিভিশনের SCA হল 3i Infotech, এবং CSC সংখ্যা হল 257টি ।

4) Gwalior and Bhopal ডিভিশনের SCA হল CMS Computers এবং CSC সংখ্যা হল 2136টি ।

5) Jabalpur ডিভিশনের SCA হল Reliance Communications,, এবং CSC সংখ্যা হল 1765 টি।

আর পশ্চিম বঙ্গে SCA হল Srei Infrastructure finance limited.

আমরাও কি পেতে পারি ? মনে হয় সবারই প্রয়োজন আছে ? কি বলেন VLEরা ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন