@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

ব্যাঙ্ক থেকে লোন নোটিশ বিষয়ে জরুরী ঘোষনা

আজ দুবছর থেকে VLEদের CSCথেকে কোন রকম ইনকাম হচ্ছে না উপরন্তু ঘর ভাড়া,ইলেকট্রিক
বিল,অন্য খরচা নিয়ে একটা বিশাল অঙ্কের অর্থ প্রতি মাসে লোকশান হচ্ছেএমতবস্থায় VLE দের
ব্যাঙ্ক থেকে লোন নোটিশ পাঠানো হয়েছে VLEদেরজানানো যাচ্ছে যে, যারা ব্যাঙ্কের টাকা শোধ
দেওয়ার মতো উপযুক্ত ইনকাম করছেন(হাজারে একটাও পাওয়া যাবে না)তারা ব্যাঙ্কের টাকা জমা
দিয়ে দেবেনআর যেসমস্ত VLEদের লাভ তো দুরের কথা প্রতি মাসে লোকশান হচ্ছে তারাএইলিংকে
ক্লিক করে
এই চিঠিটা জেলার সম্পাদকের স্বাক্ষর করে জমা দেনএবং ব্যাঙ্ক থেকে পাঠানো নোটিশের
জেরক্স কপি অথবা স্কান কপি জেলার ইউনিয়ন অফিসে জমা দেনএব্যাপারে রাজ্য স্তরে আইনি
সাহাজ্য নেওয়া হচ্ছেএছাড়াও VLEদের এবং তথ্যমিত্র কেন্দ্রের উন্নয়নের স্বার্থে প্রতিটি জেলায়
জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়েছে VLEদের জেলা সংগঠনের সাথে যোগাযোগ
করতে অনুরোধ করছি "সবুজময় হয়ে উঠুক ই-গভর্নেন্স প্রকল্প"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন