@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

চিটিংবাজি

সবাই বলেছিল চিটার,

তবু ভেবেছি বেটার

-গভর্নেন্সের সাথে

আছে রাজ্য সরকার।

বেকাররা হবেনা চিট

হবে ভাল প্রফিট

সুযোগ যাবে না ছাড়া

প্রজেক্টটা সুপার হিট।

যেখানে যা ছিল রাখা

বেচে দেয় কেউ টাকা

প্রকল্প সরকারি

ঘুরবে ভাগ্যের চাকা।

চিন্তার আছে কি

করতে সিএসসি

সুদে করে নিয়ে টাকা

কেউ হল ভিএলই।

তবু খুশী চোখে মুখে

কতো আসা নিয়ে বুকে

প্রতি মাসে ইনকাম ।

সংসার থাকবে সুখে

বছর দুই পরে

টেকা দায় নিজের ঘরে

সুখের মুখে লাথি।

সেই বেকারত্বই সাথি।

তবু মনে নেই হতাশা

ভাঙ্গবো ঘুগুর ঐ বাসা,

বেকাররা কি করে দেখ

সব VLE হয়েছে এক।

যাইনি কখনো জেলে

থাকিনি কখনো সেলে

রাখিনি কখনো হাত

ঐ গুলিভরা পিস্তলে ।

যদি প্রয়োজন হয়

বন্ধু পেয়োনা ভয়

কঠিন ভাবে বোঝাবো সহজকে

চিটিংবাজি কারে কয় ?

~~~~~~~@~~~~~~~

1 টি মন্তব্য: