চিটিংবাজি
সবাই বলেছিল চিটার,
তবু ভেবেছি বেটার
ই-গভর্নেন্সের সাথে
আছে রাজ্য সরকার।
বেকাররা হবেনা চিট
হবে ভাল প্রফিট
সুযোগ যাবে না ছাড়া
প্রজেক্টটা সুপার হিট।
যেখানে যা ছিল রাখা
বেচে দেয় কেউ টাকা
প্রকল্প সরকারি
ঘুরবে ভাগ্যের চাকা।
চিন্তার আছে কি
করতে সিএসসি
সুদে করে নিয়ে টাকা
কেউ হল ভিএলই।
তবু খুশী চোখে মুখে
কতো আসা নিয়ে বুকে
প্রতি মাসে ইনকাম ।
সংসার থাকবে সুখে
বছর দুই পরে
টেকা দায় নিজের ঘরে
সুখের মুখে লাথি।
সেই বেকারত্বই সাথি।
তবু মনে নেই হতাশা
ভাঙ্গবো ঘুগুর ঐ বাসা,
বেকাররা কি করে দেখ
সব VLE হয়েছে এক।
যাইনি কখনো জেলে
থাকিনি কখনো সেলে
রাখিনি কখনো হাত
ঐ গুলিভরা পিস্তলে ।
যদি প্রয়োজন হয়
বন্ধু পেয়োনা ভয়
কঠিন ভাবে বোঝাবো সহজকে
চিটিংবাজি কারে কয় ?
~~~~~~~@~~~~~~~
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
blogs ta khub sundor hoyeche.....
উত্তরমুছুন