@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

সম্পাদকের খোলা চিঠি


ব্যাঙ্ক ম্যানাজার কে একটি চিঠি লিখেছিলাম তার কপি দিলাম যদি কারো প্রয়োজন
হয় দেখে পরিবর্ত্তনগুলি করে নেবেন।সকল
VLEলিখবেন মাসে শ্রেয়ী আমাদের যে
যে কাজ দিয়ে আয়ের সুনিশ্চিত করবে বলে ছিল তার কোন পরিষেবাই পাচ্ছি না ।
আমার মাসে সর্বমোট আয় ৩০০ থেকে ৫০০ টাকা তাই আয় না হওয়া পর্যন্ত কোন
টাকা শোধ দিতে পারছি না ।সেই সংগে যে সমস্ত মালপত্র দিয়েছে তাহা কোন কাজ
করছে না।আপনারা মালপত্র নিয়ে কাজ করার মত মালপত্র দিলে ভালো হয়।আমার
চিঠি পড়ে যেটা যেটা প্রয়োজন তা লিখে দিবেন। আমি কোর্ট ম্যাটার নিয়ে লিখতে
বসেছি।সেই সংগে সংগঠনের নাম
"All Bengal Common services Centre VLE
Organisation"
করার জন্য বলছি কারন সারা ভারতে CSCনাম আছে।বিভিন্ন রাজ্যে
কোথাও তথ্যমিত্রকেন্দ্র
,কোথাও বসুধাকেন্দ্র।সারা ভারতে"All India Common Services
Center VLE Organisation
"করা হতে পারে অন্য রাজ্য গুলি Bengal এর জায়গায় তার
রাজ্যের নাম লিখলে চলবে । আমাকে সকলে একটু সাহাজ্য করুন ।সমস্ত সম্পাদক
ও কার্যকারী সদস্যদের
BSNL sim নিতে অনুরোধ করছি ।২০ টাকা দিয়ে সিম নিয়ে
নাম্বারটা জানালে খুশি হব

সম্পাদক,
অমিতাভ জানা,




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন