@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

"ভিএলইদের জন্য একটা সুখবর"

হজ তথ্য মিত্র কেন্দ্রে অফলাইন হোক আর অনলাইনই হোক সব থকে গুরুত্বপূর্ন হল প্রিন্টার।এই প্রিন্টারের কার্টিজে যখন কালি শেষ হয়ে যায় তখন ভিএলইদের হাতাশার আর সীমা থাকে না।একটা নতুন কার্টিজ কিনতে বুকটা ফেটে যায়।আমরা এই পুরনো কার্টিজ গুলি ফেলে না দিয়ে রিফিল করে দিব্যি চালাতে পারি।এই কার্টিজ বাজারের রিফিলং সেন্টার থেকে ১০০-১৫০টাকার বিনিময়ে রিফিল করে নেওয়া যায়।কিন্তু আমরা ভিএলইরা যদি ১০০-১৫০ টাকার কালি কিনি তাহলে কম করে ১০-১৫ বার নিজেরাই রিফিল করে নিতে পারি।এখন প্রশ্ন হল রিফিল আপনি করবেন কিভাবে?কারন পদ্ধতী অধিকাংশ ভিএলইর জানা নেই?আর এই কথা ভেবেই আমরা ভিএলইদের নিয়ে একটি প্রশিক্ষনের আয়োজন করতে চলেছি।এই প্রশিক্ষনে আপনি জানতে পারবেন,ডেক্সজেট+লেজার প্রিন্টারে রিফিলিং করতে কি কি টুলস লাগে এবং কোন কালি কি ভাবে রিফিল করতে হয়?সঠিক পদ্ধতীতে রিফিল করলে একটা কার্টিজ কম করে দশবার রিফিল করতে পারবেন এবং প্রিন্ট কোয়ালিটি বজায় থাকবে।এই প্রশিক্ষনের জন্য কম করে ৫০জন ভিএলই প্রয়োজন এবং নুন্যতম একটা ডেলিগটে ফি দিয়ে আমরা এই প্রশিক্ষনটা নিতে পারি।আগ্রহী ভিএলইরা তাড়াতাড়ি যোগাযোগ করুন।আবেদনের প্রথম পঞ্চাশ জনকে প্রথম প্রশিক্ষন দেওয়ার ক্ষেত্রে শর্ত থাকবে প্রশিক্ষন নেওয়ার পর ইউনয়িনের আনুমতী ছাড়া প্রশিক্ষনের বিষয়ে করো সাথে শেয়ার করতে পারবেন না।প্রথম পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে থেকে কিছু ভিএলইকে বেছে নেওয়া হবে যারা বিনা পারিশ্রমিকে পরবর্তী প্রশিক্ষনে সহায়তা করতে বাধ্য থাকবেন।তো আর দেরি কিসের?আজই মেইল করে এই প্রশিক্ষনে অংশ গ্রহন করুন।
“আসুন ধরে তুলি নতুন দিনের বাংলা”

২টি মন্তব্য:

  1. আমি এই ট্রেনংিটা নিতে চাই।আমি মালদা জেলার।আমি নিতে পারবো কি?

    উত্তরমুছুন
  2. ki vabe apply korbo?koy diner program?pls amake treningta diben

    উত্তরমুছুন