@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

BSNL ব্রডব্যান্ড কানেকশান কেটে দিচ্ছে কেন?

BSNLব্রডব্যান্ড কানেকশান কেটে দিচ্ছে এবং নতুন কোন ব্রডব্যান্ডের কানেকশান দিচ্ছে না।কারন শ্রেয়ীর কাছে BSNLএর লাখ লাখ টাকা বকেয়া পড়ে আছে।এই বকেয়া টাকা শ্রেয়ী না মেটালে আর নতুন একটিও ব্রডব্যান্ডের কানেকশান সহজ তথ্যমিত্র কেন্দ্রেকে দেবে না উপরন্তু যেসব কানেকশান দেওয়া আছে সেগুলিও কেটে দেবে।সহজ তথ্যমিত্র কেন্দ্রে যে সব ব্রডব্যান্ড কানকেশান আছে তার বিল দেয় ভারত সরকার।রাজ্যে নিযুক্ত SCA গুলির অধিন কতগুলি তথ্যমিত্র কেন্দ্রে কত টাকা বিল আছে তা জানালে সরকার SCA গুলির মাধ্যমেই বিল জমা করে।আমাদের পশ্চিম বঙ্গের SCA হল শ্রেয়ী ইনফ্রষ্টাকচার ফাইনান্স লিমিটেড।আর সরকার আপনার ব্রডব্যান্ডের বিলটি এই শ্রেয়ীকেই দিচ্ছে BSNLকে জমা দিতে।শ্রেয়ী BSNL এর পোষ্টপেইড বিল কালেকশানের পরিষেবা দেয় এবং সহজ তথ্যমিত্র কেন্দ্র থেকে VLEরা বিল কালেকশান করে দিলে, BSNL শ্রেয়ীকে বিল প্রতি ১০টাকা কমিশান দেয়।সেই কমিশানের ৫ টাকা SCA কেটে নেয় আর ৫টাকা ভিএলই দের দেয়।এক্ষেত্রে সরকার তথ্যমিত্র কেন্দ্রের ব্রডব্যান্ডের বিল গুলি শ্রেয়ীর মাধ্যমে জমা করার জন্য BSNLথেকে বিল প্রতি ১০ টাকার পুরোটাই শ্রেয়ী পাচ্ছে।তা সত্বেও কেন শ্রেয়ী সময় মতো BSNLকে টাকা দিচ্ছে না?টেলিফোন অথবা ইলেকট্রিক বিল যাই হোক না কেন টাকা সংগ্রহ করার কয়েক দিনের মধ্যে শ্রেয়ীকে জমা করতে হয় আর না হলে ডিপার্টমেন্ট অবশ্যই লাইন কেটে দেয়।তথ্যমিত্রে ইলেকট্রিক বা টেলিফোন বিল লাইন কাটা পড়েছে এরকম ভুরিভুরি প্রমান আছে।মুর্শিদাবাদের RCCর লাইনই দুই দুইবার কেটেছে সময় মতো বিল না দেওয়ার জন্য।এসব জানা স্বত্তেও শ্রেয়ী যদি সময় মতো বকেয়া পরিষোধ না করে তবে এটা কিসরে ইঙ্গিত ভাববো?Copyright © 2007-2011?যদি তাই হয় তবে তো চপে চুল! যদি মাত্র একটা পিরিয়ডের ইলেকট্রিক বিলের পয়াসা জমা না করে তবেই আছোলা!এমন আরো অনেক অনেক পরিস্থিতির সম্মুখিন হতে হবে।তবুও আমাদের ধারনা শ্রেয়ী কোন চিটিংবাজ কোম্পানী নয়।হতে পারে ফাইনান্স কোম্পানী কিন্তু সুদখোর নয়।আমরা জানি ভিলইদের লাইফ বরবাদ করা শ্রেয়ীর লক্ষ্য নয়,শ্রেয়ীর লক্ষ্য সরকারের পয়সা নয়ছয়।তাই শ্রেয়ীর কাছে আসা রাখবো এত তাড়াতাড়ি কেটে পড়ার প্রস্তুতি না নিয়ে,ভিএলইদের লাইফ শেষ না করে,এই প্রকল্পের শেষ দেখে ছাড়ুন।
এদিকে আমাদের ফেটে রক্ত বেরিয়ে গেছেSmileyচিত্কার করতে পারছি না?

২টি মন্তব্য:

  1. এদিকে আমাদের ফেটে রক্ত বেরিয়ে গেছে । রক্ত দেখাতে মন্ত্রীর কাছে যাব

    উত্তরমুছুন
  2. সহজ তথ্য মিত্র কেন্দ্রের BSNL BROAD BAND-এর বিল কি Govt. থেকে দেওযার কথা ?

    উত্তরমুছুন