@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

কি বোর্ড না দেখে কি ভাবে টাইপ করবেন ?

আমরা VLEরা কম্পিউটারে বিভিন্ন লেখালেখি করি অথচ না দেখে টাইপ করা তো দুরের কথা সঠিক নিয়মে টাইপ করতেও পারি না। কারন

VLEদের কোন প্রশিক্ষনই দেওয়া হয় নি । আমরা জানিওনা সঠিক নিয়মে কিভাবে টাইপ করতে হয় । ব্লগের এই পোষ্টে VLEরা শিখে নিতে

পারেন সঠিক ভাবে টাইপ করার কিছু গুরুত্বপূর্ন টিপসঃ~~

উপরের ছবির মত করে কি-বোর্ডের উপর আঙ্গুল গুলো রাখুন । না দেখে টাইপ করার জন্য এটিই সবচেয়ে গুরুত্বপূর্ন । এই জায়গা থেকেই

অন্যান্য সব কি-চেপে টাইপ করতে হয় । আপনি যা কিছুই টাইপ করেন না কেন আপনার হাত সবসময় এই অবস্থানেই থাকবে । বাম হাতের

তর্জনি আঙ্গুল থাকবে মাঝের লাইনের Fএ এবং ডান হাতের তর্জনি আঙ্গুল থাকবে J এর উপর।স্পেসবারে থাকবে দুই হাতের বুড়ো আঙ্গুল

প্রথমে বাম হাতে চাপুনa s d f g -তারপর ডান হাতে চাপুন l k j hএভাবে বারবার চাপুন আর মুখস্ত করতে থাকুন।মোটামুটি মুখস্ত হয়ে গেলে

এই লাইনের অক্ষরগুলি দিয়ে তৈরী করা যায় এমন কিছু শব্দ টাইপ করুন না দেখে।যেমনঃ as, ass,salad, dhaka,kajal, jalala,halal,lad,

lass, hall, dalal, asad, dad, fallএই ধরনের কিছু শব্দ বানিয়ে টাইপ করুন। মাঝের লাইন মুখস্ত হয়ে গেলে এই বার অগের মতো হাত রেখে

উপরের লাইনের অক্ষরগুলি চাপুন আর মুখস্ত করতে থাকুন।উপরের লাইনের অক্ষর দিয়ে তৈরী করা যায় এমন কিছু শব্দ টাইপ করুন যেমন,

raw, you, tour, power,turag, reward, query, pot, post,toast, we, weak,weeএকই ভাবে নিচের লাইন প্র্যাকটিস করুন।চাপুন zycvb

(বাম হাত)এবং /.,mn(ডান হাত)। মুখস্ত হলে বিভিন্ন শব্দ টাইপ করুন।যেমনঃcow, horse, zoo, ball, nurse, lamp, qatar, umbrella, hot,

summer, green,white, blue, navy, bounce, connection, remote।সবার শেষে২৬টি ইংরেজী অক্ষর দিয়ে তৈরী একটি বাক্য টাইপ করুন-

a quick brown fox jumps over the lazy dog. সব সময় মনিটর বা স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করুন।কি-বোর্ডের দিকে তাকাবেন না।এই

ভাবে নিয়ম অনুযায়ি টাইপ করলে যেমন নির্ভুল হবে তেমনি স্প্রীডও বেশি হবে । এবং আপনিও পারবেন কি বোর্ড না দেখে টাইপ করতে ।

এছাড়া টাইপিং শেখার প্রচুর কনটেন্ট রয়েছে Rapid Typing নামে একটা ওয়েবসাইটে । ডাউনলোড করে নিতে পারেন ফ্রি সফটওয়্যারটি ।

সাইটটি ভিজিট করার জন্য এই লিংকে ক্লিক করুন । টাইপিং শেখা বা অনুশীলন করার জন্য এই ধরনের বেশ কিছু সফটওয়ার আছে। তবে

সফটওয়ার ছাড়াও অনলাইনেও টাইপিং শিখতে বা অনুশীলন করতে পারবেন।এমনই একটি সাইট হচ্ছে টাইপিং ওয়েব ডট কম ।এই সাইটে

আপনি আপনার টাইপ করার সাথে সাথে টাইপের স্প্রীডও দেখতে পারবেন । কোর্সগুলোতে টাইপিং করার সময় কী বোর্ডে হাত আঙ্গুলের

অবস্থান দেখতে পাবেন।আর উক্ত সাইটে এসকল তথ্য সংরক্ষিত করে রাখতে চাইলে রেজিষ্টেশন করে লগইন করুন এবং অনুশীলন করুন।

ফলে পরবর্তীতে আপনার টাইপিং এর সকল রিপোর্ট আকারে পাবেন।

২টি মন্তব্য:

  1. ভাইয়া আপনাদের কাজগুলো এইভাবে চালিয়ে জেতে থাকলে আনেকেই ঘরে বসে কম্পিউটার চালাতে পারবে।

    উত্তরমুছুন
  2. বুঝলাম না ভালো

    উত্তরমুছুন