@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

মায়াপুরের সন্মেলন

আজ 5ডিসেম্বর বিশাল উৎসাহ আর উত্তজনার মধ্যে দিয়ে মায়াপুরে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গের
বিভিন্ন জেলার থেকে আগত VLE দের নিয়ে রাজ্য সন্মেলনএই সন্মেলনে হাজির হয়েছিল
পূর্ব এবং
পশ্চিম মেদিনিপুর,হুগলি, নদীয়া,বাঁকুড়া,বীরভুম, মালদা, মুর্শিদাবাদ,উত্তর ও দক্ষিন দিনাজপুর এবং
জলপাইগুড়ি দীর্ঘ দুই বৎসর ধরে রাজ্য সরকার ও শ্রেয়ীর প্রতারনা,বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন জেলার
বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলন করে আসছিলআজ মায়াপুরে সব ইউনিয়ন গুলি তাদের
নৈতিক ও পরিস্থিতি গত অবস্থান নিজেদের মধ্যে তুলে ধরেমায়াপুরে এই মিলন মেলায় বিভিন্ন জেলা
বিভিন্ন ইউনিয়নগুলি মিলে এক হয়ে যায়গঠন হয় সব জেলার সমন্বয়ে একটি কমিটিইউনিয়নের নাম
ঠিক হয়
All Bengal Common Service Center(VLE)Organisation.নতুন কমিটি ঘোষনা করে VLEদের স্বার্থে বিভিন্ন কর্মসূচী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন