@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

সত্য মিথ্যা কেন্দ্র

ফাইনান্স মানেই সুদের কারবার
এটা জানে সব্বাই
,
অযথা VLEদের লাফালাফি করে
আখেরে কোনই লাভ নাই।

শ্রেয়ী দেখছি ব্যবসার নামে
করছে
VLEদের চিট,
বলছে না কেউ কোন কিছুই

সরকার আছে ফিট।

রাজ্যে বসে চিটারি করছে
ভাবছো কারো নেই হুশ
?
আধিকারিকের মেয়ের চাকরি
দিয়েছে ওরা ঘুষ।

সরকারের সামনেই বলছে গর্বে
সরকারী ট্যাক্স দেই ফাকি
,
নেতা আমলা সরকারি দপ্তর
ডাব খাইয়ে পকেটে রাখি।

বাটপারি করে ইনকাম করছে
ব্যবসাতে নেই কোন পাপ
,
এগ্রি লোন হয়েছে VLE
সব হয়ে যাবে মাপ।।

~~~~~~~~ @ ~~~~~~~~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন