@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

দেশের গুরুত্বপূর্ন টোল ফ্রী ফোন নম্বর

মাদের প্রতিনয়িতই কোন না কোন কারনে দেশের বিভিন্ন জায়গায় ফোন করতে হয়।এবং ভারতবর্ষের অনেক গুরুত্বপূর্ন ফোন নম্বর আছে টোল ফ্রী।যেখানে আপনি প্রয়োজনীয় ফোনগুলি করতে পারেন বিনা পয়সায়।অবশ্য এই নম্বরগুলি সহজের টোল ফ্রী নম্বরের মত নয় যে বছরে একবার লাইন পাওয়া যায়। আর যদিও বা পাওয়া যায় তো সহজের অপারটের রিসিভার তুলে পাশে রেখে দেয়,না হলে লাইনটা কেটে দেয়। কিন্তু এখানে দেওয়া টোল ফ্রী নম্বর গুলিতে একবার ফোন করলে মনে হবে সহজ “সহজ নয়,বড়ই কঠিন”। দেশের গুরুত্বপূর্ন টোল ফ্রী ফোন নম্বরগুলির জন্যএখানে খোঁচা মারুন
“আসুন ধরে তুলি নতুন দিনের বাংলা”।

৩টি মন্তব্য:

  1. MANNIO

    RAYA VLE DER KACHHE AMAR ANURODH APNARA SAKALE AKSATHE MILE ASUN AMARA JOTH BADYA BHABE - SANGATHAN KARI, ANYATHAI AMRA AMADER DURGATI DEKHTE PABO, BHANKAR RUP DEKHTE PABO,
    PLEASE COME MY VLE FRND, STRONG UNION REQUIRED , OTHERWISE WE UNABLE TO FIGHT AGAINST FALLS , I REUEST TO ALL VLE PLZ. COME & BE UNITED WITH US.



    REGARDS
    NRIPEN BHANDRA BISWAS

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন