আপনি কি আগামী পাঁচ বছররে জন্য শ্রেয়ীকেই SCA হিসাবে চান ?
হলে সাফল্য কখনই সম্ভব নয়।কেঁচো খুড়তে কউটে বেরয়ি আসবে।
বন্ধু আমরা জানি,২০১১সালের মার্চ মাস পযন্ত শ্রেয়ী সহজ প্রকল্পে আছে।পোর্টালরে নিচে ছোট্ট করে লেখাCopyright © 2007-2011 SREI SAHAJ E-Village Ltd, All Rights Reserved.২০১১ এপ্রিলে শ্রেয়ী না থাকলেও প্রকল্প হয়তো থাকবে।নতুন সরকার এসে এই প্রকল্প বুঝে নতুন SCA নিয়োগ করতে সময় লাগবে।কিন্তু আমরা যারা জনগনের কষ্টার্জিত অর্থকে শ্রেয়ীর মাধ্যমে DLF বা অনান্য পরিষেবায় লগ্নি করিয়েছি সেই VLE দের প্রিমিয়াম জমা বা রিনিউয়ালের জন্য কলকাতা মুম্বাই ছোটাছুটি করতে হবে।না হলে পিঠের চামড়া থাকবে না।কারন DLF বা অনান্য কোম্পানিগুলি চুক্তি করেছে শ্রেয়ীর সঙ্গে রাজ্য সরকারের সাথে নয়। তাই আসুন আমরা সব VLEরা বর্তমান রাজ্য সরকারের কাছে আবেদন করি যেনতেন প্রকারে আগামি পাঁচ বছররে জন্য শ্রেয়ীকেই SCA হিসাবে নিযুক্ত করে যান।
তার জন্য যত ঘুষ দরকার হয় শ্রেয়ী দেবে।প্রয়োজনে আমরাও সহযোগীতা করবো। VLEরা কি বলেন ?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শ্রেয়ী আরো ৫ বছর যেন আমাদের বাঁশ দিতে পারে
উত্তরমুছুনআমার এখানেতো খুলল। এরকম হলে , মানে যদি কখনো "Your search did not match any documents' এলে ব্রাউসারের বেকাপ রেখে ডিলিট করে দিন। আবার ইন্সটল করুন। ও হ্যাঁ তার আগে কুকিজ ডিলিট করেও দেখতে পারেন। আমি মন্তব্য লিখে পরীক্ষা করছি এটি নেয় কিনা।
উত্তরমুছুনশ্রেয়ী হটাও ভি.এল.ই বাঁচাও।
উত্তরমুছুনবুদ্ধ বাবুর কাছে আবেদন হয় ভি.এল.ই দের কোন সুব্যবস্থা করুন নয় প্রত্যেকের
উত্তরমুছুনহাতে বিষের পুরিয়া তুলে দিন।