@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

বন্ধ হওয়া v sat থেকে কি ভাবে নেট করবেন ?

সহজ ছাড়া অন্য কোন সাইট খুলছে না অথবা ৬০০এম বি শেষ হয়ে গেছে অন্য কোন সাইট ভিজিট করতে পারছেন না। চিন্তার কিছু নেই,বিনদাস নেট করুন যেকোন সাইটে কোন রিচার্জ না করেই ।এর জন্য আপনাকে বেশী কিছু করতে হবে না এবং সব থেকে মজার কথা হলো এটা সম্ভব আপনার লিনাক্সের রেড হ্যাট অপারেটিং সিস্টেমেই।এবং আনলিমিটডে নেট করতে আপনাকে কোন রকম সমস্যায় পরতে হবে না বা আলাদা কোন খরচা করতে হবে না।তাহলে আর দেরি কেন?শুরু করে দিন আনলিমিটেড নেট।কি ভাবে জানতে সদস্য আইডি দিয়ে মেইল করুন।

1 টি মন্তব্য: