@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

A4 থেকে বড় সাইজের কোনো লেখার কপিকে কি ভাবে স্ক্যান করবেন ?

অনেক সময় A4 থেকে বড় সাইজের কোনো লেখার কপিকে আমরা স্ক্যান করতে পারি না। কিন্তু

বড় সাইজের কপিও আপনি স্ক্যান করতে পারবেন। কিভাবে ? এখানে দেখুনঃ 1নং ছবির মতো

পেজটি ধরুন। এইবার স্ক্যান শুরু করুন । যেমন আস্তে আস্তে স্ক্যানের লেজার লাইটটি বাম দিক

থেকে ডান দিকে যাবে তেমনি স্ক্যান করার কপির সাইজ অনুযায়ী আপনিও লেখার কপিকে 2 নং

ছবির মতো আস্তেআস্তে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসুন এবং 3 নং ছবির মতো অবস্থানে

আসলে রেখে দিন এই বার দেখুন আপনার বড় সাইজের কপিও স্ক্যান হয়ে গেছে । তবে লেখার

সাইজ ছোট হয়ে যাবে কিন্তু একই পেজে পুরো স্ক্যানটাই হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন