A4 থেকে বড় সাইজের কোনো লেখার কপিকে কি ভাবে স্ক্যান করবেন ?
অনেক সময় A4 থেকে বড় সাইজের কোনো লেখার কপিকে আমরা স্ক্যান করতে পারি না। কিন্তু
বড় সাইজের কপিও আপনি স্ক্যান করতে পারবেন। কিভাবে ? এখানে দেখুনঃ 1নং ছবির মতো
পেজটি ধরুন। এইবার স্ক্যান শুরু করুন । যেমন আস্তে আস্তে স্ক্যানের লেজার লাইটটি বাম দিক
থেকে ডান দিকে যাবে তেমনি স্ক্যান করার কপির সাইজ অনুযায়ী আপনিও লেখার কপিকে 2 নং
ছবির মতো আস্তেআস্তে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসুন এবং 3 নং ছবির মতো অবস্থানে
আসলে রেখে দিন এই বার দেখুন আপনার বড় সাইজের কপিও স্ক্যান হয়ে গেছে । তবে লেখার
সাইজ ছোট হয়ে যাবে কিন্তু একই পেজে পুরো স্ক্যানটাই হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন