@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

" কমন সার্ভিস সেন্টারের সংগঠন গঠন হল পশ্চিম বঙ্গে "


প্রতিশ্রুতি মতো পরিষেবা না দেওয়ার জন্য 28 শে অক্টোবর বাকুড়ার ডি..সি হলে অনুষ্ঠিত হয়ে গেল রাজ্যের বিভিন্ন জেলার VLE দের নিয়ে এক সাংবাদিক সন্মেলন এবং গঠন করা হল "ওয়েষ্ট বেঙ্গল কমন সার্ভিস সেন্টার ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশান" ।এই অ্যাসোসিয়েশানের রাজ্য সভাপতি অনিব্রত মিত্র এবং সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন দেবাংশু বন্দোপাধ্যায়। এই সন্মলনে মালদা,মুর্শিদাবাদ,নদীয়া,২৪ পরগনা,হুগলী, হাওড়া,বীরভুম,বাকুড়া,বর্ধমান,পুরুলিয়ার থেকে আগত VLE রা সংবাদ মাধ্যমের কাছে শ্রেয়ী সহজ ই ভিলেজ লিমিটেড এবং রাজ্য সরকারের অসহযোগীতার কথা তুলে ধরে এবং ঋনগ্রস্থ VLEরা উপযুক্ত পরিষেবা এবং সহযোগীতা না পেলে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নেয়। বিস্তারিত দেখতে সংবাদের ইমেজের উপড় ক্লিক করুন।