@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

9 নভেম্বর আজকাল সংবাদ পত্রের প্রতিবেদন


তথ্যপ্রযুক্তি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে দ্রুত বিকাশমান প্রযুক্তি
উন্নত বিশ্বে এবং উন্নয়নশীল দেশগুলো তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশাসন তথা
সমাজ গঠনের কাজ করে যাচ্ছে নাগরিক জীবনের প্রতিটি স্তরে যেমন
প্রশাসন,ব্যাঙ্ক,বীমা,শিল্প,বানিজ্যসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে তথ্য-
প্রযুক্তির প্রয়োগ ব্যাপক হারে বাড়ছেপ্রতিটি দেশেই ই-গভর্নেন্স প্রকল্পকে
অত্যন্ত গুরুত্বর সঙ্গে দেখা হচ্ছে আমাদের প্রতিবেশী ছোট্ট একটি দেশ,
বাংলাদেশ তাদের ই-গভর্নেন্স প্রকল্প প্রাথমিক ভাবে প্রতিটি মন্ত্রনালয় ও
বিভাগ ল্যান(LAN)যুক্ত প্রতিটি মন্ত্রনালয় ও বিভাগের তথ্য ইনভেনটরি
ডাটাবেজ আকারে সংরক্ষনে করে তথ্যাবলী একটি ডাটাবেজের আওতায়
নিয়ে এসেছেজানি না আমাদের আদৌ সম্ভব কি না?ই-গভর্নেন্স প্রক্রিয়া
চালু করার লক্ষ্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমনই সব
এজেন্সি নিয়োগ করছে যারা সরকারের অনুদানগুলি পকেটস্থ করে VLE-
দের সর্বশান্ত করে নিজেদের পাওনা গন্ডা আদায় করে কেটে পড়ছে
রিলায়েন্স আগে ভাগেই সরে পড়েছেএবার মনে হয় শ্রেয়ীর পালা

আসুন ধরে তুলি নতুন দিনের বাংলা