@বন্ধু আমরা সবাই এক বুক আসা,অনুপ্রেরনা নিয়ে সহজ তথ্যমিত্র কেন্দ্রের VLE হিসাবে নিযুক্ত হয়েছি।শুরুতেই সবাই বঞ্চিত।প্রথাগত ভাবে আমাদের কোন প্রশিক্ষন দেয়নি। যে প্রশিক্ষন আগামি চলার পথে সহযোগী হতে পারে।আমরা VLEরা অনেকেই কম্পিউটার,সফ্টওয়ার,প্রিন্টার,ক্যামেরা,পরিষেবা সংক্রান্ত অনেক সমস্যায় পড়ি। চটজলদি সমাধান আমরা পাই না। এই ব্লগটি হতে পারেআপনার এসব সমস্যার সমাধান। আসা রাখি আপনি আপনার সমস্যাগুলোকে এখানে তুলে ধরে তার সমাধান নিতে আগ্রহী হবেন এবং বিস্তারিততথ্য দিয়ে এই ব্লগকে সমৃদ্ধ করে তুলবেন।

বিজ্ঞপ্তি

"West Bengal CSC(Tathya mitra)Welfare Association"-এর রাজ্যব্যাপী সদস্য সংগ্রহ চলছে
প্রতিটি জেলা থেকে অভুতপূর্ব সাড়া মিলেছে আগামি ডিসেম্বর মাস পর্যন্ত এই সদস্য সংগ্রহ চলবে
এই ডিসেম্বরের মধ্যে সদস্য পদ গ্রহন না করলে পরবর্ত্তীতে এক হাজার টাকা ফাইন সহ বকেয়া ফি দিয়ে
সদস্য হতে হবে মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত VLE গত মিটিংয়ে উপস্থিত হতে পারেন নি তাদের নিজ
ব্লকের দ্বায়িত্ব প্রাপ্ত সদস্যদের সঙ্গে যোগাযোগ করে অথবা আগামি মিটিং-এ উপস্থিত হয়ে সদস্যের
আবেদন পত্র জমা দিতে অনুরোধ করা হচ্ছে